নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় করোনায় আর্থিক সংকটে পড়া শ্রমজীবী, দিন মজুর, গরিব ও অসহায় এক হাজার পরিবারের খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। সংক্রামণ রোধে জনসমাগম তৈরি না করে খাদ্যসামগ্র্রি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। কুমিল্লার আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুলের ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।বৃহস্পতিবার উপজেলার ছয় ইউনিয়নে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও দলীয় নেতা-কর্মীদের কাছে হস্তান্তর করা হয় গরিব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা জন্য।
গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু। উপজেলা চেয়ারম্যানের এসব খাদ্যপণ্যের সাথে স্থানীয় আর্থিকভাবে স্বচ্ছল কর্মীরা মিলে আরও কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যুক্ত করে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেয়।
খাদ্য সহায়তা বিতরণে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে কুমিল্লা সদরের জনগণকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়ে উপজেলা চেয়ারম্যান এড. টুটুল বলেন, করোনাভাইরাসের সংক্রামণের কারণে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকার। এ সরকারি ছুটিতে বাড়িতে অবস্থান করুন। দোকান, বাজার ও রাস্তায় ঘোরাঘুরি না করে সরকারি নির্দেশনা মেনে সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও আমাদের প্রিয় অভিভাবক হাজী বাহার এমপি’র দিকনিদের্শনা অনুসারে আমরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকবো। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা হাজী বাহার এমপি ঘোষনা করেছেন ‘কুমিল্লার কোন মানুষ অভুক্ত থাকবে না’। আমরা সবায় মিলে নেতার এ নির্দেশনা বাস্তবায়ন করব।
Leave a Reply