অনলাইন ডেস্ক:
কুমিল্লায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা ইপিজেডস্থ কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের পক্ষ থেকে কিছু সুরক্ষা পোশাক ও মাস্ক কুমিল্লা পুলিশ সুপারের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপি এম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের ক্রান্তিলগ্নে কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের মতো কোম্পানি ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসা দেশের জন্য মঙ্গলজনক। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের সিনিয়র পরিচালক মোঃ আবদুল মাজেদ, মহাব্যবস্থাপক (প্রশাসন) এইচ আর, ফিনান্স এম ডি এ কিউ রাসেল এফ সি এ, উপ-মহাব্যবস্থাপক এনামূল হক, ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ নুরুল ইসলাম।
Leave a Reply