( মো: জুয়েল রানা, কুমিল্লা)
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিলেন কুমিল্লার তিতাস উপজেলার নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার। মঙ্গলবার দুপুরে উপজেলার মাছিমপুর গ্রামের কর্মহীন হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাবার নিয়ে হাজির হন তিনি।
তিনি চাল, ডাল, তেল, বস্তা প্যাকিং করে কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেন। এভাবে তিনি ঘুড়ে ঘুড়ে বিভিন্ন পরিবারকে তার খাদ্য সামগ্রি ও নগদ অর্থ নিজ হাতে বিতরন করেন।
এ সময় সাথে ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আঃ মান্নান মিয়া, প্রকৌশলী অফিসার ইঞ্জিনিয়ার মুহীব উল্লাহ্, এসআই সফিক ও রাশেদুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রাশেদ আক্তার বলেন, আমি কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছি। যাতে করে কাউকে ঘর থেকে বের হতে না হয়। তার জন্য যতটা সম্ভব কাজ করছি।
Leave a Reply