নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর সদর হাসপাতাল গেইট সংলগ্ন নিউ রাখী মেডিকেল হলে তালা ভেঙ্গে চুরির অভিযোগ পাওয়া গেছে । রবিবার মধ্যরাতে (২৯ মার্চ,২০২০) এ ঘটনা ঘটে। বিভিন্ন কোম্পানীর দামী ঔষধসহ নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ঘটনায় নিউ রাখী মেডিকেল হলের মালিক মো: দিদারুল আলম সুমন কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
তিনি জানান, ২৯ মার্চ রাত ৯ টায় প্রতিদিনের মতো দুইটি সাটারে ৪টি তালা মেরে আমার দোকানের কর্মচারী বাড়ি চলে যায় । রাত ১ টায় দারোয়ান আব্দুর রহিম কল দিয়ে জানান আমার দোকানের দুইটি তালা ভাঙ্গা ও অর্ধেক শাটার উঠানো ।
দোকানের সামনে একটি পিকআপ গাড়ি রেখে কৌশলে চুরি করেছে। মুখে মাস্ক থাকায় সিসি ক্যামেরায় তাদের শনাক্ত করা যাচ্ছে না । তাদের আনুমানিক বয়স ৩০-৪০ বছর হবে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহন করে চুরি হওয়া ঔষধ ও নগদ অর্থ উদ্ধার করার জন্য আমি থানায় অভিযোগ করেছি । আশা করি জেলা পুলিশ এ বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, আভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
Leave a Reply