নাঙ্গলকোর্ট প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা গ্রামের তরুণদের উদ্যোগে জীবানু নাশক স্প্রে চিটানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬) সকাল ১০ থেকে স্প্রাই চিটানো হয়।
এদিন সকালে পিপড্ডা বেকামলিয়া আলহাজ্ব মোমেনা খাতুন নুরানি মাদ্রাসার সামনে থেকে জীবাণু নাশক স্প্রে চিটানো শুরু হয়ে পশ্চিম পাড়া
জামে মসজিদ সোহেলের চা দোকান, চৌধুরীর চা দোকান, খায়েরের চা দোকান, মহসিনের চা দোকান, পূর্ব পাড়া জামে মসজিদ, ছায়েদের চা দোকান, জাকেরের চা দোকান, সুমনের চা দোকানসহ ওই গ্রামের ২ কিলোমিটার রাস্তাঘাট, বাড়ীর গেট, ড্রেনে এ জীবানু নাশক স্প্রে চিটানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শরীফ আহমেদ মজুমদার,ছাত্রনেতা রাশেদ, আলাউদ্দীন, ফখরুল, সফিক প্রমূখ।
এতে সহযোগিতা করেন, মাওলানা আমিনুল ইসলাম মজুমদার,ডাক্তার জিয়াউল হক মজুমদার,মাস্টার আলাউদ্দিন,সহ গ্রামবাসী।
Leave a Reply