(আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)
চার প্রবাসী হোম কোয়ারেন্টান না মানায় ৯৯৯ নম্বরে কল দিয়েছেন এক প্রতিবেশী। শুক্রবার (২০ মার্চ) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রাম থেকে ৯৯৯ এ কল দেওয়া হয়।
সূত্র জানায়, দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার আবাসন প্রকল্প ও পশ্চিমপাড়ায় দুইটি বিয়ে ও একটি সুন্নতে খৎনা অনুষ্ঠান চলছিলো। একই এলাকার সদ্য প্রবাস ফেরত ফারুক, সাদ্দাম, সাখাওয়া ও রুবেল হোম কোয়ারেন্টান না মানায় জাতীয় হেল্প লাইন ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়।খবর পেয়ে সদর দক্ষিণ থানাস্থ ইপিজেড ফাঁড়ি পুলিশ তাদের বাড়ি পৌঁছে।
ইপিজেড ফাঁড়ি এসআই মাঈনুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা তাদের বাড়ি বাড়ি যাই। কোয়ারেন্টান কী, তা কেন করতে হবে এ বিষয়ে অবগত করি। যদি তা না মানা হয়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। যারা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের বুঝিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। তাদের বলেছি, জমায়েত না হয়ে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য। দেশের বর্তমান অবস্থায় সরকারে যে কোন সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগীতা করাতে হবে।
এদিকে শুক্রবার দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এবং জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী গ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক অনুষ্ঠান করায় তা বন্ধ করে দিয়েছে মোবাইল কোর্ট।
Leave a Reply