(মোঃ নাছির আহাম্মেদ, লালমাই )
এদিকে, হোম কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করায় বাগমারা দক্ষিন ইউনিয়নের জয়নগর গ্রামের এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে এ জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত । ওই সময় আরও উপস্থিত ছিলেন এএসপি সার্কেল প্রশান্ত কুমার পাল, লালমাই থানা ইনচার্জ মোঃ আইউব, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন। ওই প্রবাসীর বাড়ি উপজেলার জয়নগর গ্রামে।
জানা যায়, সৌদি প্রবাসী জহিরুল ইসলাম গত সোমবার লালমাইয়ে জয়নগর গ্রামে নিজ বাড়ি ফিরে একদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বৃহস্পতিবার সে এ নির্দেশনা অমান্য করে বাইরে স্বাভাবিক চলাফেলা শুরু করে। খবর পেয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা দ্রুত তার বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানার অনুরোধ করলেও সে তা অমান্য করায় তাৎক্ষনিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, লালমাই করোনা ভাইরাস বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক জরুরি সভায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। সভায় নিরাপদ জনস্বাস্থ্যের কথা বিবেচনায় বিদেশফেরতেদের ১৪দিন বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়।
Leave a Reply