(শরীফ আহমেদ মজুমদার,কুমিল্লা)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরিখিল গ্রামের বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল হক মজুমদারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা ৪০ মিনিটে মাহিনী বাজার নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে মৃত্যু বরণ করেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজিউন…।
মৃত্যুকালে ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
তিনি কুকুরিখিল গ্রামের মৃত. মৌলভী আব্দুল লতিফের ছেলে।
তিনি বৃহত্তর রায়কোট ইউপির রাজনীতির সাথে জড়িত ছিলেন,মৃত্যুর আগে তিনি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন।
তার ছোট ছেলে হান্নান মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,২০১৬ সালে নরমাল একটি স্টোক করে। চিকিৎসা শেষে ভালোই ছিল। বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে হেঁটে মাহিনী বাজার ফার্ণিচার শো’রোমে আসেন,পত্রিকা পড়া অবস্থায় তার পিতার মৃত্যু হয়।
তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ মাগরিব নিজ বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply