(অমিত মজুমদার, কুমিল্লা)
মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লার কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমীর আয়োজন ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জন্ম তোমার পল্লী গাঁয়ে’ এই শিরোনামে একটি মিউজিক ভিডিও আগামী ১৭ মার্চ প্রকাশ হতে যাচ্ছে ।
গানটির কথা লিখেছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও গীতিকবি ডা. মৃণাল কান্তি ঢালী, সুর করেছেন ইমরান মাসুদ, সঙ্গীত পরিচালনা করেছেন কিশোর কান্তি দে কিষান এবং কণ্ঠ দিয়েছেন অনামিকা দেব, ইসরাত জাহার স্মৃতি, কামাল খান ও ইমরান মাসুদ। ভিডিও সম্পাদন করেছেন সারার । গানটি একাডেমীর নিজস্ব স্টুডিওতে রেকর্ড করা হয়েছে।
কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমীর চেয়ারম্যান ডা. মৃণাল কান্তি ঢালী বলেন, আশাকরি গানটি দর্শকদের ভাল লাগবে ।বিগত দুই মাস আমরা অক্লান্ত পরিশ্রম করে গানটি রিলিজ করতে যাচ্ছি । মুজিব শতবর্ষে একাডেমীর পক্ষ থেকে দেশবাসীর জন্য গানটি উপহার দেওয়া হচ্ছে । ২০১২ সাল থেকে কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমী কুমিল্লা সঙ্গীত অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । দর্শকদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরও নতুন নতুন কাজ নিয়ে আসবো ।
Leave a Reply