রবিউল হোসেন।।
মধ্যরাতে ঘরের দরজা ভেঙ্গে মারধর করে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে মারধর এবং মিথ্যা অপবাদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দেওয়ার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে ফুঁসে উঠেছে কুমিল্লার সাংবাদিকরা।
এবিষয়ে রবিবার (১৫মার্চ) সকাল ১১টায় কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় টাউনহলের সামনে আরিফের মিত্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং জড়িতদের উপযুক্ত বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, সাংবাদিক সমিতি ও রিপোর্টাস ইউনিটির নেতারা আরিফের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক আরিফকে রাতের আধারে মারধর এবং গ্রেফতারে সৎ, সাহসী এবং পেশাদারিত্ব সাংবাদিকতা আজ হুমকিতে। সাংবাদিক সমাজ আজ ক্ষুব্দ হয়ে উঠেছে সারাদেশে। এই ক্ষুব্দতা হৃস করার জন্য জেলা প্রশাসক, আরডিসি এবং সংশ্লিষ্ট তিন ম্যাজিস্ট্রেটকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দায়িত্ব থেকে অব্যহতি দিতে হবে।
তারা আরও বলেন, প্রতিহিংসা থেকে এক ঘন্টার মধ্যে আরিফকে বাড়ি থেকে তুলে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে চোখ বেঁধে পিটিয়ে ভিডিও করেছে। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন। ক্ষমতার অপব্যবহারে খাটিয়ে জেলা প্রশাসক, আরডিসি এবং ম্যাজিস্ট্রেট মিলে যে ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা কুড়িগ্রামের জেলা প্রশাসক, আরডিসি এবং ম্যাজিস্ট্রেটের প্রত্যাহর এবং সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা জনপ্রশাসনের প্রতি অনুরোধ করছি তদন্ত চলাকালিন একজন অভিযুক্ত ব্যক্তি দায়িত্বে থাকতে পারেন না।
মানববন্ধনে কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমাযুন কবির রনি, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ফারুক, ইত্তেফাকের কুমিল্লা প্রতিনিধি লুৎফুর রহামান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল আহসান মানিক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক সোহাগ, রিপোর্টাস ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি কামাল উদ্দিন, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, জনকন্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, গাজী টিভির সেলিম রেজা মুন্সি, যমুনা নিউজের খালেদ সাইফুল্লাহ, দেশ রুপান্তরের জাকির হোসেন, সাংবাদিক অশোক বড়–য়া, মো. মোতাহের হোসেন মাহাবুব, এস এ টিভির আবু মুসা, চ্যানেল ২৪ এর জাহিদুর রহমান, মানবজমিনের জাহিদ হাসান, এটিএন নিউজের খোকন চৌধুরী, বার্তা২৪ এর আবদুর রহমান এবং বাংলাট্রিবিউনের মাসুদ আলমসহ অর্ধশত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply