( অমিত মজুমদার, কুমিল্লা)
হঠাৎ করে কুমিল্লার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ফুডিস গসিপ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলরাতে Foodies Gossip Comilla Support পেইজ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। পোস্টে ছিল, Foodies Gossip (Comilla) এর অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছি।ব্যস্ততার কারনে পর্যাপ্ত সময় দেয়া সম্ভব হচ্ছেনা বলে এই সিদ্ধান্ত। ভুল গুলো ক্ষমার বৃষ্টিতে মুছে দিন অনুগ্রহ করে।
বিষয়টি পোস্ট করার সাথে সাথে কুমিল্লা জুড়ে ব্যাপক আলোচানা- সমালোচনা সৃষ্টি হয়েছে। প্রায় ৭০ হাজার মেম্বারের গ্রুপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পেঁছনে কোন কুচ’ক্রী মহলের হাত রয়েছে বলে মনে করছেন মেম্বাররা । যারা নিম্ন মানের খাবার বিক্রি করে তাদের চাপের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে ধারণা অনেকের।
কমেন্টে ফারিয়া নামে একজন মেম্বার বলেন, ফান গ্রুপ ত না এটা। কারো নেগেটিভ কথায় যদি অফ করেন খুবই অনুচিত হবে। একটা গ্রুপ কে বাচ্চার মতো বড় করে তুল্লেন এখন বলেন অফ করে দিবেন, বাকি সবার কথাও ভাবা উচিত ছিলো না!!!! রাস্তায় হাটতে গিয়ে হোচট খেয়ে যদি হাটা ই অফ করে দেন তাহলে কিভাবে?????
মাইনুল হাসান আসিফ কমেন্টে বলেন, ৪ বছর ধরে একটা গ্রুপ নিঃস্বার্থ ভাবে চালিয়ে আসছে, তারপরও যদি জনগণ/সেলার দের থেকে কথা শোনা লাগে, তাহলে আর চালিয়ে কি লাভ, নিজেদের মূল্যবান সময় মানুষের জন্য স্পেন্ড করে মানুষদের কথা শোনা লাগে। গ্রুপের শুরু থেকেই মানুষের চক্ষুশূল হয়েই আছে তারা। নিজের উপর এতো চাপ নেয়া সম্ভব না। গত ৪ বছরে বহু সময় ব্যয় করা হয়েছে। অমূল্য এই সময় গুলো কারো ক্ষতির কারণ না হোউক এটাই কাম্য।
মনির হোসাইন জীবন কমেন্টে বলেন, ৫ বছর সংসার করার পর একটা সংসার ভেংঙে যাবার মত কষ্টের কথা শুনালেন।তার পরও দেখেন ধরে রাখা যায় কিনা? আমরা কুমিল্লা’র মানুষ গুলো এক ফ্রেমে এক সাথে আছি ।
এ বিষয়ে Foodies Gossip Comilla কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ভাবে চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য বৃহত্তর কুমিল্লার সকল ধরণের খাবারের রিভিউ, রেটিং, ধারণা নিয়ে ফেসবুক গ্রুপ Foodies Gossip (Comilla) খোলা হয়েছিল । অল্প কয়েকদিনে মানুষের মন জয় করে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে। অন্যান্য জেলার মানুষ বেড়াতে এসে সহজেই এই গ্রুপের মাধ্যমে প্রিয় খাবারটি খোঁজে বের করছে। এছাড়া অতিরিক্ত মূল্য, খাবারের মান, পরিবেশ নিয়ে রেটিং থাকার কারণে সহজেই ভোক্তা প্রিয় রেস্টুরেন্টটি খোঁজে পেতেন । এছাড়া মাসে দুইবার রেস্টুরেন্টের মালিকরা বিনামূল্যে বিজনেস পোস্ট ও অফার জানানোর সুযোগ ছিল। যার করণে কুমিল্লা জুড়ে অনেক নতুন উদ্যোক্তা ভাল মানের খাবার তৈরি করে বেশ সফলতা অর্জন করেছে। মেম্বারদের দাবি দ্রুত বিষয়টি সমাধান করে গ্রুপ আবারও চালু করা হোক ।
Leave a Reply