(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)
কুমিল্লার চান্দিনায় শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখে আইইডিসিএর’র হটলাইনে কল করেছেন সিঙ্গাপুর প্রবাসী এক যুবক। এতে তৎপর হয়ে উঠেছে জেলা ও উপজেলা প্রশাসন। নমুনা সংগ্রহ করতে রাজধানী থেকে আসছে আইইডিসিআর’র টিম।
বুধবার সকালে ওই যুবক বলেন, আমি ৬ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসি। তখন বিমানবন্দরে আমাকে চেক করে একটি কার্ড দিয়েছিল। টানা তিনদিন ধরে জ্বর, সর্দি ও গলা ব্যথা হওয়ায় আমি সকালে ওই কার্ডের নম্বরে কল করি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আহসানুল হক বলেন, ওই প্রবাসীর সঙ্গে কথা বলেছি। বক্তব্য শুনে ধারণা করছি তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে। তাকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি। আইইডিসিআর টিম এসে নমুনা সংগ্রহের পর নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply