নিজস্ব প্রতিবেদক।।
জেলার আইনজীবীদের শতবর্ষী ঐতিহ্যবাহী সংগঠন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।নির্বাচন উপলক্ষে প্রচারণায় সরগরম জজকোর্ট প্রাঙ্গণ।গত কয়েকদিন ধরে দফায় দফায় মিছিল করছেন প্রার্থীরা। এছাড়া ব্যাক্তিগতভাবে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া প্রার্থণা করছেন।সন্ধ্যার পর আইনজীবীদের বাসায় ও চেম্বারে গিয়েও ভোট চাইছেন প্রার্থীরা। বুধবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২০২০/২১ সালের কমিটি নির্বাচন উপলক্ষে ১৭ টি পদে প্রতিবারের মতো বিএনপি ও আওয়ামীলীগ পূর্ণ প্যানেলে প্রার্থী ঘোষণা করেছে। আওয়ামীলীগ প্যানেলে বর্তমান কমিটির সভাপতি আবদুল মমিন ফেরদৌস ও সাধারণ সম্পাদকের পদে হারুনুর রশিদ ছাড়াও সহ-সভাপতি পদে শাহ আলম ও জহিরুল হক; সহ সম্পাদক পদে খন্দকার মারুফ, কোষাধ্যক্ষ পদে আবদুল কাদের, লাইব্রেরি সেক্রেটারি পদে আনোয়ারুল হক দিপু, এনরোলমেন্ট সেক্রেটারি পদে নবেন্দু বিকাশ দোলন, আমোদপ্রমোদ সম্পাদক পদে জামিল আহমেদ রাতুল, সহ-এনরোলমেন্ট সেক্রেটারি পদে তাহমিনা মুজাহিদ প্রতিদ্বন্দিতা করছেন।
সদস্য পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন : আমির আফরোজ খান মৌসুমী, দিদারুল হক চৌধুরি, হাসিনা বেগম, মির্জা কামাল হোসেন, কৌশিক সরকার, আবু কাউসার ও সাইফুল ইসলাম।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে গতবারের প্রার্থী শামসুর রহমান ফারুক; সহ-সভাপতি পদে আবদুল বারী ও সুলতান আহমেদ (৩), সহ সম্পাদক পদে তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ পদে জালাল উদ্দিন, লাইব্রেরি সেক্রেটারি পদে তারিকুল ইসলাম মজুমদার, এনরোলমেন্ট সেক্রেটারি পদে মো. ইয়াসিন, আমোদপ্রমোদ সম্পাদক পদে বিল্লাল হোসেন ভূঁইয়া প্রতিদ্বন্দিতা করছেন।
সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন : ফারহানা সেলিম, জামাল হোসেন, লুৎফুর রহমান রাজন, আবু আহমেদ, মনির হোসাইন, মাহমুদা খানম শিল্পী ও সাফি উল্লাহ।
Leave a Reply