( অমিত মজুমদার, কুমিল্লা)
কুমিল্লায় অব্যাহত অভিযানের পরও থামানো যাচ্ছে না অতিরিক্ত দামে মাস্ক বিক্রি । অসাধু দোকানীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নানা কৌশল অবলম্বন করছে জেলা প্রশাসন । হাতে নাতে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করার প্রমাণ পেয়ে জরিমানা আদায় ও শেষ বারের মতো সতর্ক করে দিচ্ছে । বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্তের খররের হঠাৎ করে মাস্কের চাহিদা বেড়ে যায় । সেই সুযোগে মাস্কের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী।
দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার কুমিল্লা নগরীর বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। দেখা যায় ৪০-৫০ টাকায় ক্রয় করা মাস্ক ভোক্তা পর্যায়ে ১০০ থেকে ১৫০ টাকা বিক্রি করছে। সুযোগ বুঝে আরও বেশি টাকাও রাখছে । এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচনা- সমালোচনা চলছে ।প্রশাসনকে আরও কঠোর অবস্থানে যাওয়ার অনুরোধ করেন নগরবাসী ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে নগরীর বন্ধু স্টোরকে ৫,০০০ টাকা, গৌতম স্টোরকে ৩,০০০ টাকা এবং লিজা স্টোরকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে মূল্য সহনীয় রাখতে সতর্ক করা হয়।
এছাড়াও অননুমোদিত বিদেশী কসমেটিস বিক্রি করায় তিনটি কসমেটিকসের দোকানকে ১২,০০০ টাকা জরিমানা করা হয়। আর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানো ও সংরক্ষণ করায় একটি হোটেলকে ২,০০০ টাকাসহ আজ মোট ৭টি প্রতিষ্ঠানকে ২৪,০০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য গতকাল চারটি দোকানে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
Leave a Reply