স্টাফ রিপোর্টারঃ
স্বপ্ন ছিলো পড়ালেখা শেষ করে দেশের সেবা করবেন। তা আর হলো কই? এবার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো তার। পরীক্ষার আর মাত্র তিন সপ্তাহ বাকী। এরই মধ্যে রোববার (৮ মার্চ) মর্মা ন্তিক এক দুর্ঘটনার কবলে পড়ে মা রা যান কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি শিক্ষার্থী মোসা. তানজিনা আক্তার নূপুর (১৮)।
সে উপজেলার পৌরসভাধীন চাঁন্দিশকরা পাটোয়ারী বাড়ির মো. মফিজুর রহমান পাটোয়ারীর ছোট মেয়ে এবং চৌদ্দগ্রাম সরকারী কলেজের মেধাবী ছাত্রী।
জানা গেছে, রোববার বিকাল সাড়ে তিনটার সময় নিজ বাড়ির ছাদে উঠে রোদে শুকাতে দেয়া কাপড় আনতে গিয়ে বেখায়ালে তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আ হত হয় নূপুর। আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগির অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে কুমিল্লা নেয়ার পথেই তার মৃ ত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নূপুরের মৃ ত্যুতে শিক্ষক, সহপাঠীরাও কান্নায় ভেঙ্গে পড়েন।
নি হত তানজিনা আক্তার নূপুর পিতা মো. মফিজুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply