রবিউল হোসেন।।
কুমিল্লা আর্দশ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল বলেছেন-‘ করোনার ভাইরাস বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ দেশ করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে পরিস্থিতি হবে ভয়াবহ। তাই করোনার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুমিল্লা বিভিন্ন সেক্টরে শীর্ষে অবস্থান রয়েছে। কুমিল্লার ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রেও কুমিল্লাবাসীকে অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে।’
বৃহস্পতিবার(৫মার্চ) আদর্শ সদর উপজেলার রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত- করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে অত্যাবশকীয় কারণ ছাড়া এই ভাইরাস দ¦ারা আক্রানÍ কোন দেশ ভ্রমন করা থেকে বিরত থাকুন, হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করুণ, নিয়মিত সাবান দিয়ে হাত-মুখ পরিস্কার-পরিছন্ন রাখুন। কারো সর্দি-কাশি, জ¦র শ্বাসকষ্ট হলে কোন অবহেলা না করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা দ্রæত নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
বিদ্যালয়ের রেক্টর আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন -বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক কামাল হোসেন, আব্দুল্লা হেল মুকিত, রৌশন আক্তার,রেহেনা পারভিন, উম্মে হানি,আবুল কালাম আজাদ প্রমুখ।
Leave a Reply