(তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা)
কুমিল্লা সিটি এলাকার পুরাতন চৌধুরী পাড়ার উঃগাংচরের বাসিন্দা ব্যবসায়ী ও বাদুরতলাস্থ অবস্থিত সেবা প্রতিষ্ঠান সিডি প্যাথ এন্ড হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা সমাজ সেবক মোঃ হাসানের দ্বিতীয় পুত্র আমিনুল ইসলাম সিহান ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী ও ক্রিকেট প্রিয় ছিলেন।সে সুনামের সাথে আওয়ার লেডি অব ফাতিমা গালর্স স্কুল থেকে সমাপনী পরবর্তীতে কুমিল্লা জিলা স্কুল থেকে এস এস সি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ এস সি পাশ করে উচ্চ ডিগ্রি লাভের জন্যে সুদূর লন্ডনের উদ্দেশ্য দেশ ত্যাগ করেন।
তিনি নিজ যোগ্যতায় লেখাপড়ার পাশাপাশি লন্ডনে বিভিন্ন ক্রিকেট টিমে অংশ গ্রহন করে বার বার কৃতিত্ব অর্জন করে।তারই ধারা বাহিকতায় গত বছর ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে ঘটে যাওয়া সংসদীয় ক্রিকেট বিশ্ব কাপে অংশ গ্রহন করে অসাধারন সাফল্য লাভ করেছেন কুমিল্লার ছেলে সিহান।সূত্রে জানা যায় সিহান বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স এর উপর ভিত্তি করে বাংলাদেশ দল ফাইনালে রানার্স আপ এর গৌরবর্ত অর্জন করে।পুরো খেলায় সিহান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রানে অপরাজিত থাকেন।এছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৫ রান করেন।এছাড়াও সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে করেন অসাধারন পারফরমেন্স। এছাড়াও বাংলাদেশ দলের উইকেট কিপারের দায়িত্ব পালন করেন চমৎকার ভাবে।এর পাশাপাশি ইংল্যান্ড ক্লাব ক্রিকেটেও বরাবরের মতো সাফল্য অর্জন ধরে রেখেছেন।আগামী কিছুদিনের মধ্যে ২০২০ মৌসুমে সিহান খেলার কথা রয়েছে ফাইভ এন্ড হেরোনিয়ান্স ক্লাব এবং ইস্ট লন্ডন লেটন স্টোন এবং ফ্রেনফোর্ড ক্রিকেট ক্লাবে।এছাড়া কুমিল্লা ওয়ারিয়র্স নামক ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা তিনি।
খেলাধুলার পাশাপাশি একটি ইনসোরেন্স কোম্পানীর মালিক তিনি।ইতি মধ্যে কুমিল্লাবাসী তথা সমগ্র বাংলাদেশের জনগনের দোয়া ইংল্যান্ডের সিটিজেনশীপ পেয়েছেন।তার বাবা ও মা গৃহিনী জোহরা বেগম তার সফলতার জন্য তখনকার কুমিল্লার কৃতিসন্তান বাংলাদেশ টেস্ট ক্রিকেট প্লেয়ার সাবেক ক্রিকেটার এনামুল হক মনির বড় ভাই এমদাদুল হক ইমদুর কে কৃতজ্ঞতা জানান এবং কুমিল্লাবাসীর কাছে দোয়া চান সে যেন আরও ভাল সাফল্য অর্জন করতে পারে।সিহান বাংলাদেশে থাকা কালী ২০১১ সালের পূর্বে চট্টগ্রাম ডিভিশনের হয়ে অনুর্ধ ১৩.১৫.১৭.১৯ দলে নিয়মিত খেলোয়ার ছিলেন।বর্তমানে লন্ডনে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে ডিগ্রী অর্জন করেন
তার সাফল্য কে কুমিল্লার সংসদ সদস্য, মেয়র,ডাক্তার,সাংবাদিক ও কুমিল্লা জেলাক্রীড়া সংস্থা অভিনন্দন জানান।
Leave a Reply