নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি)ভারতের দিল্লিতে সিএএ নিয়ে আ’ন্দোলনরতদের উপর স’হিংস হা’মলা এবং মসজিদে অ’গ্নিসংযোগের প্রতি’বাদে মানব’বন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানব’বন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরেফিন রফিকের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৭’ই ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীরা এই মানব’বন্ধন করে।
এসময় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দিবস সাহা বক্তব্যে বলেন, পৃথিবীর কোন ধর্মেই মানুষ হ’ত্যা, উপসনালয়ে আ’গুন দেওয়ার কথা বলা হয়নি। যদি দ্বিতীয় বার এমন কাজ পুনরাবৃত্তি হয় তাহলে এই আন্দো’লন শুধু কুবিতে সীমাবদ্ধ নই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে এবং এমন সাম্প্রদা’য়িকতার তীব্র নিন্দা জানান।
এছাড়াও আইন বিভাগের শিক্ষার্থী মূসা ভূইয়া বলেন, যদি কোন জায়গায় কোন হিন্দু ও সাম্প্রদা’য়িকতার শিকার হয় তাহলে আমরা আজ আন্দো’লন করতাম। বক্তারা বলেন, মুজিব বর্ষে একজন অসম্প্র’দায়িক নেতার অনুষ্ঠানে যেন কোন সাম্প্র’দায়িক নেতে না আসে।
Leave a Reply