(মাহফুজ নান্টু, কুুুুুমিল্লা)
চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার পেলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুপার তানভীর সালেহীন ইমন। বুধবার অনুষ্ঠিত জানুয়ারী মাসের অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার),পিপিএম তানভীর সালেহীন ইমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ নিয়ে চট্টগ্রাম রেঞ্জে মোট তিনবার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার পেলেন তিনি।
জেলা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম জানুয়ারি মাসের সার্বিক কার্যক্রম বিবেচনায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীনের হাতে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা স্মারক তুলে দেন। মোট ২৪ টি ক্যাটাগরিতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা, মামলা তদন্ত, মাদক উদ্ধার, কোর্টের কার্যক্রমসহ মোট ০৮ টি পুরস্কার লাভ করে। এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।
এদিকে গত বুধবার অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভাতেও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার লাভ করেন। এ নিয়ে টানা ২৭ বার জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ভূষিত হলেন তিনি।
উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, কুমিল্লা জেলায় ২০১৮ ও ২০১৯ সালে পরপর দু’বার অফিসার অব দ্যা ইয়ার নির্বাচিত হয়ে এক্সিলেন্স এওয়ার্ড লাভ করেন। ২০১৬ সালে ইউজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) অর্জন করেন।
Leave a Reply