রবিউল হোসেন।।
সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-০৫ আসনের সাংসদ এডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন-‘ক্রিকেটার মাহমুদুল বুড়িচং-ব্রাহ্মণপাড়া তথা পুরো বাংলাদেশকে বিশ^ দরবারে তুলে ধরেছেন। তোমার সাফল্যে বুড়িচং বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী আজ গৌরাবান্বিত। এক সময় মাহমুদুলরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করবে। পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। কারণ খেলাধুলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়। কুমিল্লার ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে’।
শনিবার(১৫ফেব্রুয়ারি) বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের কৃতি সন্তান অনুর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়কে গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
c
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. মাঈন উদ্দিন, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন, বুড়িচং উপজেলা সহকারী (ভূমি) কমিশনার তাহমিদা আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী (ভূমি) কমিশনার জাফর সাদিক,বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক পিপিএম, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ,মাহমুদুল হাসান জয় এর বাবা আব্দুল বারেক। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খাঁন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- নিমসার জুনাব আলী কলেজের উপাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বুড়িচং উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খাঁন, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply