প্রেস বিজ্ঞপ্তি:
ভালোবাসা সার্বজনীন। আর সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা হচ্ছে প্রকৃতির তরে ভালোবাসা।
১লা ফাল্গুন ভালোবেসে কতগুলো গাছ প্রেমী মানুষ মিলিত হলেন কুমিল্লা জিলা স্কুল বিশ্রামাগারে।
নির্মল প্রকৃতির তরে সাজাবো দেশ সবুজে শ্যামলে এই স্লোগান নিয়ে সবাই একত্রিত হলেন ভালোবাসা দিবসে।দেশ সাজানোর অঙ্গিকার নিয়ে গাছের প্রতি ভালেবাসা থেকেই প্রতিমাসে এই সভার আয়োজন করা হয়ে থাকে।
সভার উপস্থাপনা করেন রোকসানা ঝর্ণা ও সাইফুল ইসলাম।
উক্ত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা অাক্তার এবং সভাপতি ছিলেন উপ সহকারী কৃষি কর্মকতা ( কুমিল্লা হর্টিকালচার সেন্টার) জনাব হুমায়ুন কবির। তামান্না খন্দকরা ও ইসরাত জাহান খান বিশেষ অতিথির আসন অলংকৃত করেন।
প্রধান অতিথির তত্ত্বাবধানে স্কুলের ছাদ বাগানে উন্নত জাতের স্ট্রবেরী,থাই পেয়ারা,বাতাবীলেবু ও বারমাসি সাজনা রোপন করা হয়। সভাপতি কৃষি বিষয়ক আলোচনা করেন ও উপস্থিত সদস্যেদর গাছ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন।
সেই সাথে বিভিন্ন প্রতিযোগিতার উপহার হিসেবে অমূল্য গাছ প্রদান করা হয় ২১ জনের মধ্যে। উপস্থিত সদস্যরা ব্যক্তিগত ভাবে একে অপরের মাঝে গাছ আদান-প্রদান করেন।
বিশেষ অতিথীরা সবুজ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য করে উপদেশ ও অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন।
উক্ত মিলন মেলায়-“নির্মল প্রকৃতির তরে,সাজাবো দেশ সবুজে শ্যামলে স্লোগানের জয় ধ্বনি দিতে দিতে একটি শোভা যাত্রা বাহির হয়।যা স্কুল কম্পাউন্ড থেকে শুরু হয়ে ধর্মসাগর পাড়ে গিয়ে শেষ হয়।
Leave a Reply