অনলাইন ডেস্ক:
কুমিল্লার দেবীদ্বারে কিশোরীর সাথে প্রেম নিয়ে পূর্বশ’ত্রুতার জেরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছু’রিকাঘাতে শাকিল(১৬) নামে এক কিশোরকে হ’ত্যা করা হয়েছে। এ ঘটনায় আ’হত হয়েছে আরও ৩জন।
সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় দেবীদ্বার উপজেলার ধামতি ও রাধানগর গ্রামের সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহ’ত শাকিল (১৬) দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের খয়রাবাদ গ্রামের তাজুল ইসলাম’র ছেলে। সে নানার বাড়ি রাধানগর গ্রামের থেকে হকারী করে খেলনা সামগ্রী বিক্রি করতো। আ’হত হয় সোহাগ, আল-আমিন ও শরীফ নামে আরও তিনজন।
স্থানীয় সূত্রে জানা যায়- রাধানগর উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাধানগর ও ধামতি গ্রামের খেলোয়ারদের মধ্যে ঝগ’ড়া হয়। ওই ঝগড়ার এক পর্যায়ে সোমবার বিকাল ৫টায় দুই পক্ষের মধ্যে মা’রামা’রি হয়। এতে রাধানগর গ্রামের খেলোয়ারদের ছু’রিকাঘা’ত করে প্রতিপক্ষের খেলোয়ারা। এতে শাকিল নামের এক জনের বুকে ছুরিকা’ঘাত হয়। তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃ’ত ঘোষণা করেন।
অপরদিকে, আহত শরীফ মিয়াজী জানায়- ধামতি গ্রামের একজন কিশোরের সাথে প্রেম গঠিত বিষয় নিয়ে ক্ষি’প্ত হয় আরিফ। ক্রিকেট খেলার মধ্যে ঝগ’ড়া সৃষ্টি করে প্রতিশো’ধ নিতে হা’মলা চালায় তারা।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) ডালিম মজুমদার জানান- চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহ’ত কিশোরকে আনার পর ডাক্তার মৃ’ত ঘোষণা করে। যদিও খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি তবে ঘটনাস্থল দেবীদ্বার থানাধীন হওয়ায় সেখানেই আই’নগত ব্যব’স্থা নেওয়া হবে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) জহিরুল আনোয়ার জানান- আমরা ঘটনাস্থলে এসেছি, ঘটনার সূত্রপাত এখনও নিশ্চিত হতে পারিনি। তদন্ত চলছে।
Leave a Reply