বিশিষ্ট সংগীত শিল্পী কাজী জাকারিয়া’র পিতা কাজী আঃ মান্নান বুধবার বিকাল ০৩:০০টায় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামী শুক্রবার সকাল ১১টার সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের শ্রীভল্লবপুর পূর্ব পাড়া কাজী বাড়ী মসজিদের নিকটস্থ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
সম্ভ্রান্ত কাজী পরিবারে তার জন্ম। মৃত্যুকালে তার বয়স হয় প্রায় ৯০ বছর। জীবদ্দশায় তিনি একজন সামরিক বাহিনীর সদস্য ছিলেন ও সেনাবাহিনীতে অনন্য অবদানের জন্য একাধিক পদক লাভ করেন। মৃত্যুকালে তার তিন ছেলে ও ৬ মেয়ে ও অনেক নাতী নাতনী রেখে গেছেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক। এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে গেছেন।
উনার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী শোক প্রকাশ করেছেন ও বিশেষ মরণোত্তর গার্ড অব অনার এর ব্যবস্থা করেছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। তাছাড়াও গণ্যমান্য ব্যক্তবর্গ তাহার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ।
Leave a Reply