(রুবেল মজুমদার, কুমিল্লা)
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রাম বিভাগীয় শাখা’র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার প্রশিক্ষণ সেমিনার মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া।
‘‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) সহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’’ শীর্ষক প্রকল্প এর আওতায় ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই কাযক্রম পরিচালিত হয়। উক্ত ক্যাম্পেইন আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান,সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য, অর্থনীতি বিভাগের প্রভাষক ওমর ফারুক,বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আইটি ইন্সট্রাক্টর মো: ¬-আশরাফ,প্লেসমেন্ট অফিসার আতিকুজ্জামান প্রমুখ।
Leave a Reply