নিজস্ব প্রতিবেদক
ভাউকসার যুব সমাজ আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাউকসার ৭ নং ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক মাশরু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিক মেম্বার, নরু হোসেন, সোহেল, লিটন, ফারুক, অয়ন, সাইফুল ইসলাম, সোহাগ, মাসুম, রুবেল, সোহান, হিমেল, আরিফ, উজ্জল, রাফি, সায়েম, জুয়েল, সিয়াম, আলআমিন, তারেকসহ আরো অনেকে।
খেলা পরিচালনা করেন ইন্জিঃ আমির মজুমদার, ফাহাদ হোসেন ও বিল্লাল হোসেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন ফাহাদ, সোহাগ, উজ্জল ও বিল্লাল।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বিজরা নাজেরিয়া মাদ্রাসা একাদশ বনাম তুলাগাও ইয়ং স্টার ক্লাব। বিজরা নাজেরিয়া মাদ্রাসা একাদশকে ৩৫ রানে তুলাগাও ইয়ং স্টার ক্লাব পরাজিত করে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন ইতালি জাতীয় দলের খেলোয়ার গালিমপুর গ্রামের সন্তান বাবু।
Leave a Reply