অনলাইন ডেস্ক:
ইউরোপ প্রবাসী বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাজী মো. জাকারয়িা’র একক সঙ্গীত সন্ধ্যা আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার সাড়ে ৬ টায় কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার’কে আহবায়ক করে মোট ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- পাপড়ি বসু, কাজী মাহতাব সুমন, বশির উল আনোয়ার, কাজী ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আয়াজ মাবুদ, খলিলুর রহমান শুভ্র, জয়াশিস বণিক, সুলতানা পারভীন দীপালি, মো. আল-আমিন ও আরিফ চৌধুরী। অনুষ্ঠান আহবায়ক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন জাকারিয়া কাজী আমাদের কুমিল্লার গর্ব, আমরা এ গুণি শিল্পীর একক সঙ্গীত সন্ধ্যা আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রেখেছি।
Leave a Reply