প্রেস বিজ্ঞপ্তি:
দেশের বিভিন্ন সীমন্ত এলাকায় বিএসএফ কর্তৃক অব্যাহত হ’ত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের ব্যবস্থাপনায় টাউন হল চত্ত্বরে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের সভাপতি খালেদ সাইফুল্লাহ বলেন, বিগত এক দশকে এই হ’ত্যার সংখ্যা ৩৩২ এবং বিগত ২৩ দিনে বিএসএফের গু’লিতে নিহ’ত হয়েছেন ১০জন বাংলাদেশী। যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট ল’ঙ্ঘন। বিএসএফ সীমান্তে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালিয়ে আমাদের বাংলাদেশীদের হ’ত্যা করছে। এজন্য বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতিই দায়ী।
তিনি আরো বলেন, অবিলম্বে সীমান্তে সংঘটিত সকল হ’ত্যার সুষ্ঠু বিচার কার্যকর করে ভারতের বন্ধুরাষ্ট্রের পরিচয় দিতে হবে। অন্যথায় বাংলাদেশ সরকারকে আহবান জানাচ্ছি, সীমান্তে এই নি’ষ্ঠুরতা বন্ধে ও হ’ত্যার বিচার বাস্তবায়নে আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন হতে।
মানববন্ধনে অউপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি মুহা: রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ. এম. মাহদি, অর্থ সম্পাদক আবু ইউসুফ, দফতর সম্পাদক রাশেদুল ইসলাম, ক্বওমী মাদরাসা সম্পাদক হুসাইন আহমাদ, আলীয়া মাদ্রাসা সম্পাদক মাহদী হাসান, কলেজ সম্পাদক শাহিন বিন শফিক, স্কুল সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক ইয়াকুব, শহর সহসভাপতি ইউসুফসহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply