সৌরভ মাহমুদ হারুন;
সোমবার দিনব্যাপী মনোজ্ঞ অনুষ্ঠানে মধ্যে দিয়ে কুমিল্লা প্রবাসী কল্যাণ সোসাইটি (রিয়াদ) এর উদ্যোগে কোটবাড়ি শালবন বিহার রিসোর্ট সেন্টারে সংগঠনের সদস্যদের ২০২০ সালের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সৌদি আরবের রিয়াদে কুমিল্লার প্রবাসী সূর্যসন্তানদের উপস্থিততে শালবন বিহার এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে প্রবাসী সংগঠনটির সদস্যদের মাঝে আলোচনা সভা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে প্রবাসী শিল্পী পাপ্পু ও কুমিল্লার সমীকরণ শিল্প গোষ্ঠির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশেন করে বিভিন্ন শিল্পীগণ।
উক্ত আয়োজন অনুষ্ঠানের মধ্যমনি কুমিল্লার সকল প্রবাসদের প্রিয়মুখ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সিভিক গ্রুপের চেয়ারম্যান মোঃ আলী আকবরের সভাপতিত্বে, অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু।
এসময় আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ চাকমা সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম মজুমদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাছান লিটন, স্পেন প্রতিনিধি মোঃ খোরশেদ আলম বাদল, তথ্য বিষয়ক সম্পাদক প্রবাসী সাংবাদিক মোঃ রুস্তম খান, উপদেষ্টা আলী আশরাফ আশু, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কম্পিউটার ইন্সটাক্টর আঃ রহিম, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান মজুমদার, নগরীর ২৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আঃ মতিন খান, এম হারুনুর রশিদ প্রমুখ।
Leave a Reply