অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরীর রাণীরবাজার থেকে সাড়ে ৪শ পিস ইয়া’বাসহ মাসুম বিল্লাহ নামে এক তরুণকে আ’টক করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ। সে বিষ্ণুপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
বুধবার তাকে গ্রে’ফতার করা হয়। বৃহস্পতিবার রাত আড়াইটায় কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ শামীম, এটিএসআই মোঃ আব্দুস ছালাম, কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরী ২২নং ওয়ার্ডে হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে দিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে শাঁখা রাস্তা দিয়ে রাস্তা ক্রসিং হয়ে সিএনজি চলাচলের লক্ষে মহাসড়কের ক্রসিং পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।
জানুয়ারি ২০২০ মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা হতে দক্ষিণাঞ্চল (সদর দক্ষিণ, লালমাই, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ) উপজেলাসমূহ হতে আগত সিএনজিগুলো সরাসরি পদুয়ার বাজার বিশ্বরোড না হয়ে বাইপাস হয়ে কুমিল্লা শহরে যাতে প্রবেশ করতে হয় সে লক্ষ্যে জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর এবং পুলিশ সুপার, কুমিল্লাসহ অন্যান্যরা পদুয়ার বাজার সংলগ্ন রাস্তা পরিদর্শন করেন।
এসময় ওই রাস্তায় সিএনজি চালচলের সিদ্ধান্ত হয় । এই সময় উপস্থিত কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নরুল ইসলাম, হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী কমকর্তা মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্ নজরুল ইসলাম পিপিএম, হাইওয়ে ওসি আলমগীর হোসেন, নগরী ২২নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম মজুমদার, সদর দক্ষিণ প্রেস ক্লাবের সভাপতি হাজী দেলোয়ার হোসেন মজুমদার ,দৈনিক আমাদের কুমিল্লার প্রতিনিধি সদর দক্ষিণ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহ ফয়সাল কারীম, প্রমুখ ।
Leave a Reply