অনলাইন ডেস্ক:
মানসম্মত স্বাস্হ্য সেবা প্রদানে ব্যর্থতার অভিযোগে কুমিল্লার ঝাউতলাস্থ জননী ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
বুধবার কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এই নির্দেশনা দেওয়া হয়।
গত বছর এই ডায়াগস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ।
তখন বলা হয়েছিল ডায়াগস্টিক সেন্টার স্থানান্তরের প্রক্রিয়া চলছে । কিন্তু দীর্ঘ এক বছরও পুরাতন বিল্ডিং অস্বাস্থ্যকর পরিবেশে ডায়াগস্টিক সেন্টারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
Leave a Reply