অনলাইন ডেস্ক:
কুমিল্লার বরুড়ায় নবীপুর গ্রামের কৃষক মাজেদের মেয়ে প্রতিব’ন্ধী আমেনা বেগম (২৫) কে গণধ’র্ষণের শেষে হ’ত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নবীপুর গ্রামে টমেটোর ক্ষে’তে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন খোসবাস (উত্তর) ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
সন্ধ্যা ৬ টার দিকে বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবীপুর গ্রামের টমেটো ক্ষেত থেকে ম’রদেহটি উদ্ধার করা হয়।
নি হত আমেনা আক্তার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবীপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।
অনলাইন ডেস্ক:
প্রচারণায় গিয়ে ভোটারদের চা বানিয়ে খাওয়ালেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।
সোমবার বিকালে রাজধানীর রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে একটি টং দোকানের সামনে গিয়ে চা বানাতে বসে পড়েন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আতিকুল ইসলাম দুধ নিয়ে কেতলি থেকে চা ওয়ানটাইম পাত্রে ঢালছেন। এরপর সেই চা উপস্থিতদের মাঝে দিচ্ছেন। এসময় মাঝে মধ্যে তাকে বলতে শুনা যায়, ‘চা খাবেন’, ‘চা…চা…চা হবে’, ‘এই মালাই…মালাই…মালাই খাবে কে’। মেয়র প্রার্থীর বানানো চা পান করে অনেকে প্রশংসা করেন।
জানা গেছে, ওই টং দোকানে বসে পরপর ৮ কাপ দুধ চা বানান এই মেয়র প্রার্থী। সেই ৮ কাপ চায়ের দামও দেন তিনি।
চা দোকানদার ইয়াসিন বলেন, মেয়র হঠাৎ আমার দোকানে এসে চা বানাতে শুরু করেন। তিনি আমাকে চায়ের দাম ৮০০ টাকা দেন। তার মতো সম্মানিত একজন ব্যক্তি আমার দোকানে এসেছে আমি খুবই আনন্দিত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ের ছিলেন আতিকুল ইসলাম। এবারও তিনি একই সিটি করপোরেশন থেকে নির্বাচন করছেন।
Leave a Reply