প্রেস বিজ্ঞপ্তি:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, কুমিল্লা’র যৌথ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়সমূহে সুশাসনের চর্চা বিস্তৃতকরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গতকাল স্থানীয় নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে সভার প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চ.দা.) মো: আবদুল মান্নান বলেন, শিক্ষা ক্ষেত্রে সেবার মান উন্নয়নে সেবাগ্রহীতাদের সাথে কর্তৃপক্ষের যোগসূত্র স্থাপনে সনাক এর ভূমিকা অনস্বীকার্য। তিনি সুশাসনের মাধ্যমে সেবা প্রদানের ক্ষেত্রে যে সকল সীমাবদ্ধতা ও বিচ্যুতি ছিল, তা নিরসনে কর্তৃপক্ষ আন্তরিকভাবে চেষ্টা করেছে বলে অবহিত করেন। তিনি আরো বলেন, সুশাসনের অনুশীলন একটি চলমান প্রক্রিয়া এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বিভিন্ন সূচকে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের সেবা সংক্রান্ত তথ্য উন্মুক্তকরণ, জেন্ডারবান্ধব সেবার উন্নয়ন, তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, কার্যকর অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থার প্রচলনের ক্ষেত্রে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং জেলার সকল প্রাথমিক বিদ্যালয়সমূহে সুশাসনের চর্চা বিস্তৃতকরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে সনাক সদস্য অধ্যাপক নিখিল রায় বলেন, প্রাথমিক শিক্ষা হলো সকল শিক্ষার মূল ভিত্তি, তাই সকলে সম্মিলিতভাবে প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে। সভায় টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ হুমায়ুন কবির সুশাসন চর্চার ইতিবাচক দিকসমূহ বিস্তৃতকরণে সনাক ও টিআইবি’র প্রত্যাশা শীর্ষক উপস্থাপনায় জেলার সকল প্রাথমিক বিদ্যালয়সমূহের বিভিন্ন পর্যায়ে সুনিদিষ্ট কর্মপরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন। সনাক সদস্য আলহাজ¦ শাহ্ মো: আলমগীর খাাঁন বলেন, ছোট ছোট উদ্যোগের ফলে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের সকলকে এর ধারাবাহিকতা রক্ষার জন্য কাজ করে যেতে হবে। সনাক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, পরিবর্তনের জন্য সকলকে সমন্বিতভাবে কাজ করতে হব
প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান ঠিক করতে হবে। এই ক্ষেত্রে আমাদের উপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য, আমাদের নৈতিকতার ও সাংস্কৃতিক উন্নয়ন করতে হবে। তবেই তা টেকসই উন্নয়ন হবে। তিনি বর্তমান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চ.দা.) মো: আবদুল মান্নান এর গতিশীল নেতৃত্বের কথা উল্লেখ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের স্ব স্ব কার্যক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার আহবান জানান। টিআইবি’র এরিয়া ম্যানেজার প্রবীর কুমার দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে টিআইবি’র অ্যাসিসটেন্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) মো: নাজমুল হোসেন ও ইয়েস সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন ।
Leave a Reply