আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রশাসনের অবৈধ বালুবিরোধী অভিযানে ৪টি ইট ও বালুবাহী ট্রাক জব্দ করে ট্রাক মালিকদের ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
সোমবার বিকালে ঘণ্টাব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশের নেতৃত্বে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা এলাকার বিভিন্ন অবৈধ বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।
ঘণ্টাব্যাপী অভিযান চলাকালে উপজেলার মাধাইয়া এলাকার চন্দন সাহা,দেলোয়ার হোসেন,মো.রজ্জব আলীর মালিকানাধীন ১টি করে দাউদকান্দি উপজেলার নূরপুর এলাকার হাজী আব্দুল হকের মালিকানাধীন ১টি সহ মোট ৪টি ট্রাক জব্দ করে স্থানীয় জন প্রতিনিধিদের জিম্মায় রাখা হয়। এ সময় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে ট্রাক মালিকদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ জানান,অবৈধ এসব ট্রাক চলাচলের কারনে রাস্তাঘাটের বিপুল ক্ষতি সাধন হচ্ছে।নিষিদ্ধ থাকলেও সোমবার অভিযান চালিয়ে ইট ও বালু বহনকালে ট্রাকগুলোকে জব্দ করা হয় এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে প্রত্যেক ট্রাক মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply