অনলাইন ডেস্ক:
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি খাইরুল আলম সাধন এর লা শ উদ্ধার করেছে সদর দক্ষিন থানা পুলিশ।
নগরীর ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এমদাদ উল্লাহ জানান, লোক মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা গিয়ে রাস্তার পাশে একটি ম রদেহ দেখতে পাই। পরে সদর দক্ষিন থানা পুলিশকে খবর দিলে পুলিশ লা শ উদ্ধার করে। নি হত খাইরুল আলম সাধন মুরাদনগর উপজেলার ভুবনগর গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় রাস্তার পাশে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দুপুর ২টায় লা’শটি পাওয়া যায়।
তার মুখে এবং চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন সার্কেল) মোঃ আবদুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ লা শ উ’দ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।
Leave a Reply