আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে । গতকাল ৮ জানুয়ারি বুধবার উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমিন ভূঁইয়া’র সভাপতিত্বে সদ্য বিদায়ী শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক বিজয় কৃষ্ণ রায় থেকে নতুন শিক্ষকঅধ্যক্ষের সাথে নতুন সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী , যুগ্ম সম্পাদক- মোহাম্মদ শাহজাহান , যুগ্ম সম্পাদক- (মহিলা) সুমি আক্তার, কোষাধ্যক্ষ – মু. খালেদ সাইফুল্লাহ ।
পরিষদ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী । এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত শিক্ষক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ হলেন,যুগ্ন সম্পাদক- বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান , যুগ্ম সম্পাদক- (মহিলা) ইতিহাস বিভাগের প্রভাষক সুমি আক্তার, কোষাধ্যক্ষ – দর্শন বিভাগের প্রভাষক মু. খালেদ সাইফুল্লাহ ।
নব নির্বাচিত যুগ্ম সম্পাদক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান বলেন , আমি এ কলেজের ছাত্র ছিলাম। ছাত্র জীবনে যাদের আমরা শিক্ষক হিসাবে পেয়েছি, কর্মজীবনে অনেক শিক্ষকদেক সহকর্মী হিসাবে পেয়েছি। ছাত্র-শিক্ষকদের সুবিধা-অসুবিধা খুব কাছ থেকে দেখার হয়েছে। শিক্ষক পরিষদে আমি সম্পূর্ণ নতুন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। আপনারা আমাকে এ সন্মান দিয়েছেন। দোয়া করবেন, আগামী এক বছর যেন ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজের গৌরব ও আপনাদের কল্যাণে কাজ করতে পারি।
নব নির্বাচিত শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী অনুভূতি প্রকাশে বলেন, ভিক্টোরিয়া কলেজ দক্ষিণ পূর্ব বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজ আরো নতুনত্ব কিছু করার জন্য ও কলেজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা এবং পরামর্শ কামনা করছি।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া বলেন, এই মুজিববর্ষে যারা শিক্ষক পরিষদের সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।আর যারা গত বছর দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি অভিনন্দন ও তাদের কাজের স্বীকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
শিক্ষক পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ তিনি প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবুল কালাম ও নির্বাচন কমিশনার সংস্কৃতি বিভাগের সহযোগী
অধ্যাপক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ এর প্রতি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ৪ ডিসেম্বর শিক্ষক পরিষদ নির্বাচন ২০২০ এর তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বিতরণ শুরু হয় ৯ ডিসেম্বর সকাল ৯ টা থেকে ১১ টাপর্যন্ত। একই দিন দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয় । নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় ১৫ ডিসেম্বর ভোটগ্রহণের দিন সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ।
Leave a Reply