(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় আবাসিক হোটেল ইশিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার একটি টিম অভিযানে যায়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) বিল্লাল হোসেন নেতৃত্বে সেকেন্ড অফিসার এস আই খালেকুজ্জামান ও এস আই সৈয়দ ফারুকসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
এ সময় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে হোটেল ম্যানেজার জসিম উদ্দিনসহ ১০ পুরুষ ৭ নারী আ’টক করা হয়। কয়েকজন কৌশলে কয়েক জন পালিয়ে যায়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসেন জানান, তাদের আটক করে থানায় এনে মামলা দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরীর টমছনব্রিজ এর রামমালা এলাকায় জহির মিয়ার বসতঘরের গ্যাস সংযোগ থেকে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তিনটি বসতঘর পুড়ে যায়। সব কিছু আগুনে পুড়লেও আগুনে অক্ষত রয়েছে কোরআন শরীফ।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রামমালা এলাকার মৃত. মনু মিয়ার ছেলে জহিরের ভাড়াটিয়া বাসায় এ আগুন লেগে
৩ টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাড়াটিয়া দিনমজুর জাহাঙ্গীর দিনমজুর জানান, আমার ছেলের সুন্নতে খৎনা করেছি । অনুষ্ঠান করার জন্য রাখা নগদ ৭০ হাজার টাকাসহ গহনা পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে
আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন বাড়ির মালিক জহির ও ভাড়াটিয়া জাহাঙ্গীর।
ফায়ার সাভিসের কর্মকর্তা ফারুক অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply