অনলাইন ডেস্ক;
কুমিল্লায় দুর্ঘটনার কবলে পড়া নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ করতে আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা বাজতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, দুর্ঘটনার কারণে আন্তঃনগর তুর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল, উদয়ন এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ২টায় নোয়াখালী থেকে ঢাকাগামী ১১ আপ নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শশীদল রেলওয়ে স্টেশন এলাকা পার হওয়ার পরপরই লাইনচ্যুত হয়। ট্রেনের লোকোমোটিভসসহ (ইঞ্জিন) চার বগি লাইন থেকে সরে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে কেউ হ তাহ ত না হলেও চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন আজ রবিবার সকাল ৭টায় জানান, ভোর ৪টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে। কাজ শেষ করতে আরও এক থেকে দেড় ঘণ্টা সময় লাগতে পারে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
Leave a Reply