অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের বাহার মার্কেট সংলগ্ন রূপায়ণের দেলোয়ার টাওয়ার এর তিন তলার ছাদ ধ্বসে পড়ে এক শ্রমিক নি হত হয়েছে। আরো হতাহতের আশংকা রয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় এ দুঘর্টনা ঘটে। এ ঘটনায় তিনজন শ্রমিককে উদ্ধার করেছে কুমিল্লা ফায়ার সার্ভিস। ভিতরে আরো ৫/৬ জন শ্রমিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।উদ্ধার হওয়া সুবজ নামের এক শ্রমিক জানান, নিচতলায় আরো ৫ জন শ্রমিক থাকতে পারে।কাজের ঠিকাদার পলাতক রয়েছে। উদ্ধার কাজ চলছে ।
ঘটনাস্থলে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।টনাস্থলে প্রায় ২০টি অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে।
এ বিষয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতিঃ পুলিশসুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।একজন শ্রমিক নিহত হয়েছে বলে শুনেছি।ঘটনার পর থেকে কাজের ঠিকাদার পলাতক রয়েছে।
Leave a Reply