(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)
কুমিল্লার চান্দিনা উপজেলায় পিতার অভিযোগে সহিদুল ইসলাম (২৬) নামের এক মাদ’কাসক্ত ছেলের তিন মাসের বিনাশ্রম কারাদ’ন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাশ এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সহিদুল উপজেলার মহিচাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ মাজু মিয়া জানান, সাজাপ্রাপ্ত সহিদুল সমাজে নানা রকম নেশায় আসক্ত হয়ে বাবা-মার উপর সব-সময় অন্যায়, অ’ত্যাচার করত। তাই ছেলের এসব কার্যকলাপ সামলাতে না পেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযোগ আমলে নিয়ে সহিদুলকে গ্রে’ফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক স্নেহাশীষ দাশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তাকে তিন মাসের কারাদ’ণ্ড ও ২০০ টাকা অর্থদ’ন্ড প্রদান করেন।
Leave a Reply