অনলাইন ডেস্ক:
কুমিল্লায় কনকনে শীতে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা থেকে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়। সময়ের সাথে সাথে বৃষ্টিও একটু একটু বাড়ে-কমে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে হঠাৎ অনাকাঙ্খিত বৃষ্টিতে ঘরে ফেরা মানুষ ভোগান্তিতে পড়েছেন। এতে করে শীতের মাত্রা আরও বেড়ে যাওয়া আশঙ্কা রয়েছে।
সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। স্বাভাবিকভাবেই শীতে জবুথবু জনজীবন। বৃষ্টির সঙ্গী হয়ে হালকা শীতল বাতাস শীতকে জানান দিচ্ছে শৈত্যপ্রবাহে। আবহাওয়া অফিস বলেছে, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এ অবস্থায় দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা আরো কমতে পারে। লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার অথবা আজ শুক্রবার দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসের সত্যতায় বৃহস্পতিবার রাত থেকেই কুমিল্লা শুরু হয় হালকা বৃষ্টিপাত।
আর এই বৃষ্টির প্রভাবে কনকনে শীতল শীতে কুমিল্লার বিভিন্ন এলাকায় মানুষের জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। এতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়ে যাবে।বৃষ্টির কারণে শীতের প্রকোপ বেড়ে গিয়েছে। এ সময়ের বৃষ্টি ইরি বীজতলার জন্য ভালো হলেও আলু, রবি শস্যের, বিশেষ করে যে সব ফসলের ফুল আসছে সে সব ফসলের ক্ষতির সম্ভবনা রয়েছে।
Leave a Reply