অনলাইন ডেস্ক:
কুমিল্লায় টমছনব্রিজে মোটর সাইকেল দুর্ঘটনায় আমির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটায় কান্দিরপাড় যাওয়ার সময় সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নগরীর ২১ নং ওয়ার্ডের ইয়াছিন মার্কেট এলাকার ব্যবসায়ী সোনার বাংলার স্টোর মালিক ছিলেন আমির হোসেন। বেলা সাড়ে তিন টার সময় মোটর সাইকেল চালিয়ে কান্দিরপাড় যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দিলে মাটিতে লুটে পরে যায়।
আহত অবস্থায় মোটর সাইকেল চালক আমিরকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হলে পরে ঢাকায় রেফার করে। ঢাকা নেওয়ার পথে আ হত আমিরের মৃ ত্যু হয়।
খবর পেয়ে স্বজনরা আসলে তাদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে। তাদের বুকফাটা আর্তনাদে আশে-পাশের কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিদ্দিকুর রহমান সুরুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার কোন খবর আমার কাছে আসেনি। তাই কিছু বলতে পারছি না।
(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)
কুমিল্লার চান্দিনায় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের মাধাইয়া বাজার সংলগ্ন সরকারি খাস জমিতে জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।এছাড়াও মাধাইয়া থেকে জামিরাপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারের মধ্যে খাস জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
চান্দিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলামের নেতৃত্বে চলা উচ্ছেদ অভিযানে প্রায় ২৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেছে চান্দিনা থানা পুলিশ।
সরেজমিনে দেখা যায়,উচ্ছেদ অভিযান চলাকালীন সময় অনেকে ঝুঁকি নিয়ে মালামাল সরিয়ে নেয়ার জন্য চেষ্টা করেন। এসময় অনেকে অভিযোগ করে বলেন,ম্যাজিস্ট্রেট তাদের মালামাল সরাতে কোন সময় দেয়নি এবং উচ্ছেদ অভিযান সম্পর্কে তাদের আগে বলা হয়নি। তবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার আগে নিজেই ভাঙতে শুরু করে দুই দিন সময় চাওয়ায় কয়েকটি দোকান মালিককে দুইদিন সময় দিয়েছে ম্যাজিস্ট্রেট।
উচ্ছেদ অভিযান সম্পর্কে ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম বলেন, ‘সরকারি খাস জমি যারা দীর্ঘদিন ধরে অবৈধভাব দখল করে এসেছে আমরা তাদেরকে নোটিশ দিয়েছি। গত ১৫ দিন আগে আমরা অবৈধ দখলদারদের বলেছি, তারা যেন নিজ থেকে অবৈধ অংশ ছেড়ে দেয়। গত সোমবারও তাদের উচ্ছেদ অভিযান সম্পর্কে সচেতন করেছি। কিন্তু বেশির ভাগই অবৈধ দখলদার তাদের অবৈধ অংশ অপসারণ করেনি, ফলে আজ বৃহস্পতিবার আমরা তা উচ্ছেদ করেছি’।এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply