অনলাইন ডেস্ক:
কুমিল্লায় বিশেষ অভিযান পরিচালনা শীর্ষ মহিলা মা’দক ব্যবসায়ী শারমিন আক্তার (২৭) কে ৬ শ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব ১১ । সে দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড়া এলাকার জনির স্ত্রী। এছাড়া তার থেকে একটি মোবাইল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০১৯ ) গভীর রাতে র্যাব-১১, সিপিসি-২ সংরাইশ এলাকা থেকে গ্রেফতার করে ।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করে । তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদ’ক ব্যবসা পরিচালনা করে আসছে।
জব্দকৃত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন লোকদের সাথে মা’দক ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করত বলে স্বীকার করে। এছাড়া আসামীর স্বামী মা;দক মামলায় বর্তমানে জেল হাজতে আছে । কুমিল্লা জেলার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply