অনলাইন ডেস্ক:
কুমিল্লা ধনুয়াখলা আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় মরহুম আলহাজ্ব আবদুল আজিজ বিএ.বিটি ছাত্রবাসের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে দুবাই প্রবাসী শিল্পপতি ড.মাহাবুব আলম মানিক সিআইপি’র অনুদানে নব-নির্মিত তিনতলা ভবন বিশিষ্ট ছাত্রাবাসের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টোকিও সেট গ্রুপ লি. এর (এমডি) ড.মাহাবুব আলম মানিক সিআইপি, স্টার গোল্ড গ্রুপ লি. এর এমডি শিল্পপতি আবুল কালাম আজাদ সিআইপি ,মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ভূইয়া,প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেন,সাইফুল ইসলাম সাগর, ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার প্রমুখ।
এসময় আদর্শ সদর উপজেলা পরিষদের উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল, কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়া,সাধারন সম্পাদক মো.ইউনুছ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, কুমিল্লা আজ চাঁদাবাজ মুক্ত, ইভটিজিং মুক্ত। মাদক মুক্ত শান্তির কুমিল্লা গড়তে সকলের সহযোগীতা চাই। আপনারা আপনাদের সন্তানদের পাহারা দেন,আমি আপনাদের পাহারা দিব, নিরাপত্তা দিব। কোন মাদকব্যবসায়ীর স্থান আওয়ামী লীগে নেই। উন্নয়নের দাবি করতে হবে না,নিজ দায়িত্ব চলমান সকল উন্নয়ন দিব।
Leave a Reply