রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল বলেছেন- ‘তরুণ সমাজ ও স্কাউটসরা শৃংখলা বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে। বিশ্বায়নের এ যুগে অপসংস্কৃতির করাল গ্রাস আর নৈতিক অবক্ষয় রোধে যুব সমাজকে রক্ষা করতে সমাজের দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। মাদক ও জঙ্গিবাদ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে স্কাউটসের প্রতি উৎসাহিত করুণ। কুমিল্লার ঐতিহ্য রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। শিশু-কিশোরদের চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসদের ভূমিকা রাখতে হবে।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ইউসুফ হাইস্কুলে বাংলাদেশ স্কাউটস আদর্শ সদর উপজেলার উদ্যোগে ৫ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, জেলা স্কাউটস এর কমিশনার ও ইউসুফ হাইস্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম মনিরুজ্জামান, জেলা স্কাউটস এর সম্পাদক ও হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্কাউটস সম্পাদক ও আলেকজান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব হাউজিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, বি.এ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মোঃ হানিফ মজুমদার, বানাশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ,বিবির বাজার স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন,সংরাইশ সালেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন মোল্লা, দিদার মডেল স্কুলের প্রধান শিক্ষক মহাদেব। তিনদিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করবেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের লিডার ট্রেইনার ও ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ যছিহ্ উর রহমান।
Leave a Reply