রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ১৮০ জন কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের তত্ত¡াবদানে সোমবার (২ডিসেম্বর) আদর্শ সদর উপজেলা মিলনায়তনে প্রান্তিক কৃষক-কৃষানীদের মাঝে কৃষি উপকরণগুলো বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল সার, বীজ ও পেঁপে, বেগুন, টমেটোর চারা।
আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো.মুশিউল ইসলাম। এসময় কৃষি উপ-সহকারী কর্মকর্তা শেখ আলাউদ্দিনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিভাগের প্রকল্প কর্মকর্তা রিপন আর্চায্য, সিনিয়র কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান।
প্রধান অতিথি এড. আমিনুল ইসলাম টুটুল বক্তব্যে বলেন, দেশকে খাদ্যে স¦য়ংসম্পূর্ন্য করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। তাই আমাদের সন্তানরা যেন বিষমুক্ত ও নিরাপদ খাদ্য গ্রহন করতে পারে এবিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার কৃষি বন্ধব সরকার। সরকার কৃষি খাতের উন্নয়নের জন্য কৃষি উপকরণগুলো বিনামূল্যে বিতরণ করছেন। আপনারা সরকারের এ মহতী উদ্যোগের সঠিক ব্যবহার করবেন। সরকারের এই উদ্যোগের কোথাও অপব্যহার করা হলে আমরা তা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের কৃষকদেরকে বিনামূল্যে দেয়া বীজ ও কৃষি উপকরনের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে খাদ্যে স¦য়ংসম্পূর্ণ করতে কাজ করতে হবে।
Leave a Reply