রবিউল হোসেন।।
সাবেক আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-০৫ আসনের সাংসদ আব্দুল মতিন খসরু বলেছেন, ‘নবান্ন উৎসব হচ্ছে বাঙ্গালী সংস্কৃতির একটি ঐতিহ্য। নতুন প্রজন্মকে নবান্নের উৎসব বুকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।বঙ্গবন্ধু কৃষকদের যথেষ্ঠ সম্মান করতেন। তিনি বলেছিলেন আমার দেশের কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’
শনিবার (৩০অক্টোবর) জেলা প্রশাসন কতৃক আয়োজিত কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদে নবান্ন উৎসব ১৪২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুল মতিন খসরু এ কথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এর সভাপতিত্বে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর কালচারার অফিসার আয়াজ মাবুদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের সহধর্মিনী মুনিরা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এন.এস.আই এর যুগ্ম পরিচালক গাজী মোঃ আলীম উদ্দিন ,বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি )তাহমিদা আক্তার।
পীরযাত্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের’র সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ ধান কেঁটে নবান্ন উৎসব ১৪২৬ এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিভিন্ন বাহারী পিঠায় সজ্জিত পিঠা মেলায় অংশগ্রহন করেন। পরে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply