অনলাইন ডেস্ক:
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় পুলিশের সঙ্গে ‘ব ন্দু কযু দ্ধে’ দীপ (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে ছাত্রলীগের দুই কর্মী নি’হত হয়েছেন।
পুলিশের দাবি, তারা সন্ত্রা’সী। তাদের বিরুদ্ধে হ’ত্যা, ছি’নতাইসহ একাধিক মা’মলা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। এসময় পুলিশের ৩ কনস্টেবল আহত হয়েছেন। ব ন্দুকযু দ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র, ৪ রাউ ন্ড গু লি, ২টি চাইনিজ চাকু ও ছি নতাইকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে। নি হত দুজন হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও কালীগঞ্জ উপজেলার ইজরপুর গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। তাঁরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গত ৩১ অক্টোবর কালীগঞ্জের পাওখালী এলাকায় গু লি করে বিকাশের দুই এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছি নতাই করা হয়। ওই ঘটনায় করা মামলার আসামি দ্বীপ ও সাইফুলকে বৃহস্পতিবার রাতে গ্রে প্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর সহযোগীদের ধরতে শুক্রবার গভীর রাতে তাদের দুজনকে নিয়ে শহরের বাইপাস সড়কের পাশে কামালনগরে যায় ডিবি পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ। স ন্ত্রাসীরা পুলিশকে দেখে গু লি ছুঁ ড়ে। পুলিশও পাল্টা গু লি চালায়। এ সময় গু লিবি দ্ধ হয়ে দ্বীপ ও সাইফুল নিহত হয়। একপর্যায়ে স ন্ত্রাসীরা পালিয়ে যায়। মিজানুর রহমান জানান, এ সময় দুটি দেশি পি স্তল, চারটি গু লি, একটি মোটরসাইকেল ও দুটি চা কু উ দ্ধার করা হয়। এদিকে দুই কর্মীকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি তাঁর ফেসবুকে লিখেন, ‘ভাই তোদেরকে এভাবে হারায়ে ফেলব তা কখন বুঝতে পারিনি। পারলে মাফ করে দিস। দুয়া করি আল্লাহ তোদের বেহেস্তবাসি করুন।’
Leave a Reply