( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানের সময় ব্রাহ্মণপাড়ায় বন্দুকযুদ্ধে বাবুল (৪০) ও আলমাস(৩৫) নামে দুই জন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে ৪০ কেজি গাঁজা ও এক রাউন্ড বুলেটসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। শুক্রবার রাত দেড় টায় ব্রাহ্মণপাড়া রামচন্দ্রপুর সড়কে বাগড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ দুইটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটক করতে ব্রাহ্মণপাড়া-দেবিদ্বার সার্কেলের এএসসি শেখ মোহাম্মদ সেলিম ও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগরা এলাকায় অবস্থান নেয়। রাত দেড়টার দিকে মাদক ব্যবসায়ী বাবুল ও আলমাস তাদের সহযোগীদের নিয়ে সেখানে পৌঁছলে তাদের আটকের চেষ্টা করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
ওসি জানান, অভিযানকালে পুলিশ আত্মরক্ষায় ১৬ রাউন্ড গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী বাবুল ও আলমাস গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে উভয়ের মৃত্যু হয়।
নিহত আলমাস উপজেলার আশাবাড়ি এলাকার আফাজ উদ্দিনের ছেলে ও নিহত বাবুল উপজেলার উত্তর তেতাভূমি এলাকার আব্দুল মালেকের ছেলে। বাবুলের বিরুদ্ধে ১৬টি ও আলমাসের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির। উল্লেখ্য কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ৪ দিনে ৮ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
Leave a Reply