1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত বেড়ে ৭ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

সেই সিরাজ-উদ-দৌল্লাকে কড়া নিরাপত্তায় কুমিল্লা কারাগারে কনডেম সেলে আনা হয়েছে!

  • প্রকাশ কালঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৪১৯

(মাহফুজ নান্টু, কুমিল্লা)

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ফেনীর নুসরাত হ’ত্যা মামলার অন্যতম প্রধান সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ দৌল্লা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন কে আজ বুধবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ আহমেদ।

সূত্র জানায়, বুধবার বিকেল পাঁচটায় ফেনী জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামীদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

ফেনী কারাগার সূত্রে জানা যায়, ফেনী কেন্দ্রীয় কারাগারে পৃথক কনডেম সেল ও ফাঁ সির মঞ্চ না থাকায় জানা যায়, নুসরাত হ ত্যা মামলার মৃ ত্যুদন্ডপ্রাপ্ত ১৬ আসামীর মধ্যে মঙ্গলবার ১২জনকে কুমিল্লায় পাঠানো হয়েছে। বুধবার ফেনী থেকে পাঠানো হয়েছে হ ত্যা মামলার অন্যতম প্রধান আসামী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজদৌল্লা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনকে।

এছাড়াও আরো দুই আসামী যথাক্রমে উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা সিনিয়র জেল সুপার জানারা বেগম জানান, আসামীদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনার বিষয়টি নিশ্চিত করে জানান,কঠোর নিরাপত্তার মধ্যে মঙ্গলবার ১২ জন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীসহ আজ আরো দু’জন মিলে মোট ১৪জনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

উল্লেখ্য,গত ২৪ অক্টোবর আলোচিত নুসরাত হ ত্যার ঘটনায় ১৬ আসামীর সবাইকে ফাঁ সিতে ঝুলিয়ে মৃ ত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন ফেনীর নারী ও শিশু নি র্যাতন দমন ট্রাইব্যুাল বিচারক মো:মামুনুর রশিদ। এছাড়াও প্রত্যেক আসামীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অধ্যক্ষ ফটিক ও সাংবাদিক মাসুক স্কাউট অ্যাওয়ার্ডে ভূষিত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ও সহ-সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী বাংলাদেশ স্কাউটস্রে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। স্কাউট আন্দোলনের সাংগঠনিক কার্যাবলী বাস্তবায়ন, প্রশিক্ষণ কোর্স সংগঠন ও পরিচালনা এবং প্রোগ্রাম বাস্তবায়নসহ স্কাউটিংয়ের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অবদান রাখায় তাদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১৮ সনের ওই অ্যাওয়ার্ড চলতি বছরের ৩০ অক্টোবর বাংলাদেশ স্কাউটস্রে ৪৮ তম জাতীয় কাউন্সিলে অনুমোদিত হয়। অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ছাত্রজীবন থেকে যাত্রীক মুক্ত স্কাউট দলের সদস্য ও দলনেতা হিসেবে বয়স্কাউট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট দলের সদস ও সিনিয়র রোভার মেট হিসেবে স্কাউট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি ছাত্রজীবনে বিভিন্ন স্কাউট সমাবেশ, জাম্বুরী, জাতীয় রোভার মুটে অংশ নেন। তার ধারাবাহিকতায় বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস্ কুমিল্লা জেলা রোভারের কমিশনারের দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি জেলা রোভারের মুট, প্রশিক্ষণসহ নানা কর্মসূচী বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে চলছেন। তাঁর নেতৃত্বে কুমিল্লা জেলায় রোভারিং কার্যক্রম বিভিন্ন কলেজে সম্প্রসারিত হচ্ছে। তিনি জাতীয় বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও কুমিল্লা বাকশিসের সভাপতি। তিনি কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের উপদেষ্টা। রোটারী ৩২৮২ গোমতী জোনের লেফটেনেন্ট গভর্ণর। এছাড়াও কুমিল্লা অজিতগুহ কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম মজুমদার ফটিক শিক্ষা, সেবা, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী প্রাইমারিতে আওয়ার লেডী অব ফাতিমা স্কুলে কাব স্কাউট, মাধ্যমিকে কুমিল্লা জিলা স্কুল ও যাত্রীক মুক্ত স্কাউট দলে বয়স্কাউট ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রোভার স্কাউটের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি কুমিল্লা জিলা স্কুল স্কাউট দল ও যাত্রীক মুক্ত স্কাউট দলের সিনিয়র পেট্রোল লিডারের দায়িত্ব পালন করেন। ভিক্টোরিয়া কলেজে সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেটের দায়িত্বও পালন করেন। পরবর্তিতে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কুমিল্লা মুক্ত স্কাউট দল গঠন করেন। একই সাথে কুমিল্লা জেলা রোভারের পর পর দুইবার সহকারী কমিশনারের দায়িত্বেও ছিলেন। বর্তমানে কুমিল্লা জেলা রোভারের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বিভিন্ন স্কাউট সমাবেশ-কাব ক্যাম্পুরী, জেলা-আঞ্চলিক স্কাউট ক্যাম্প ও জাম্বুরী, জেলা-আঞ্চলিক রোভার মুট ও জাতীয় রোভার মুট, এ্যাগোনারীসহ বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ করেন। তিনি স্কাউট ও রোভার দুই শাখাতেই বেসিক কোর্স সম্পন্ন করেছেন। বিভিন্ন প্রশিক্ষণে কর্মকর্তার দায়িত্বও পালন করেন।

তিনি উন্নয়নকর্মী হিসেবে এনজিও প্রতিষ্ঠান ‘দৃষ্টি’র উপ-নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯০ সাল থেকে সাংবাদিকতার সাথে জড়িত। শুরুতে দৈনিক দেশ জনতা, পরে দৈনিক আজকের কাগজের কুমিল্লা প্রতিনিধি ও গত ১৫ বছর ধরে দৈনিক সমকালের কুমিল্লার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহŸায়কের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সেবা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও কর্মকান্ডের সাথে জড়িত।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews