রবিউল হোসেন।।
‘‘এদেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের কোন স্থান নেই। উগ্রবাদীদের বিষয়ে প্রত্যেকে সর্তক থাকবে। যারা উগ্রবাদ ও সন্তাসী কর্মকান্ড কওে, তারা আমাদের সমাজের কারো ভাই,কারো বন্ধু অথবা কারো সন্তান। তাই কাউকে বিপথগামী হতে লক্ষ্য করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিবেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে নিরাপরাদ মানুষকে খুন করতে কোথাও বলা হয়নি। মানবতার ধর্মই বড় ধর্ম। মানুষের উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবেন না। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। কোন অবস্থাতেই বাংলাদেশের ভাবমূর্তি ব্যহত হবে এমন কর্মকান্ড চালাতে দেওয়া হবে না’’
বুধবার(১৩ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সে শহীদ আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
সেমিনারে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া, এনএসআইয়ের যুগ্ন পরিচালক আলীম উদ্দীন, নারী নেত্রী পাপড়ী বসু। এসময় আরো উপস্থিত ছিলেন-কাউন্টার টেরিরিজমের অতিরিক্ত পুলিশ কুমিশনার মো.ইসতিহাক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, আজিমুল আহসান, শাখাওয়াত হোসেন,র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।
Leave a Reply